রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় মৌলভীবাজার সরকারি কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী কর্মসূচীতে মো. রিপনের সভাপতিত্বে ও জুবায়ের আহমদ শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী তানজিয়া শিশির, পলিটেকনিক ইন্সটিটিউটের নুর মো. সজীব, পরীক্ষার্থী গৌতম গোয়ালা, পরীক্ষার্থী পিংকি বেগম প্রমুখ।
এ সময় তারা জানান, সাতক্ষীরা থেকে ২৭ জন ও পাবনা, ল²ীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রশ্নপত্র ফাঁসকারীদের গ্রেফতার করা হয়েছে। যার তথ্য প্রশাসনের কাছে রয়েছে। তাদের দাবি হলো, অবিলম্বে গত ২৪ ও ৩১ মে’র পরীক্ষা বাতিল ঘোষণা করে পুনরায় পরীক্ষা নেয়া হোক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।