Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৯ এএম


সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় মৌলভীবাজার সরকারি কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী কর্মসূচীতে মো. রিপনের সভাপতিত্বে ও জুবায়ের আহমদ শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী তানজিয়া শিশির, পলিটেকনিক ইন্সটিটিউটের নুর মো. সজীব, পরীক্ষার্থী গৌতম গোয়ালা, পরীক্ষার্থী পিংকি বেগম প্রমুখ।

এ সময় তারা জানান, সাতক্ষীরা থেকে ২৭ জন ও পাবনা, ল²ীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রশ্নপত্র ফাঁসকারীদের গ্রেফতার করা হয়েছে। যার তথ্য প্রশাসনের কাছে রয়েছে। তাদের দাবি হলো, অবিলম্বে গত ২৪ ও ৩১ মে’র পরীক্ষা বাতিল ঘোষণা করে পুনরায় পরীক্ষা নেয়া হোক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ