গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কল্যাণপুরের রাজিয়া পেট্রোল পাম্পে আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিসের দল। জানা যায়, ফায়ার সার্ভিসে ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকেল সোয়া ৫ টায় আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম।
আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, পাম্পটি বাংলাদেশ স্পেসালাইড হাসপাতালের পাশে। আগুনের তীব্রতা দেখে প্রথমে ৮টি ও পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়। তেলের কারণে আগুনের তীব্রতা মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া চারদিকে কাল ধোয়ার কারনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।