Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ভুয়া হোমিও চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ৮:২৩ পিএম

ঝিনাইদহে ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সদর উপজেলার কুশাবাড়িয়া বাজার থেকে হোমিও চিকিৎসক আফজাল মোল্লাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কুশাবাড়িয়া বাজারে হোমিও চিকিৎসক আফজাল মোল্লা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা দিচ্ছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আফজাল মোল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালত। তিনি আরও জানান, তার নামের পাশে পদবী লেখেন ডা. এ এইচ এম আফজাল, ডি এইচ এম এস ঢাকা। তবে তিনি সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হন। পরে আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির মীর জাহাঙ্গীর হোসেন, নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জীবন কুমার বিশ্বাস, এ এস আই হুমায়ণ কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। দন্ডাদেশ প্রাপ্ত ডা. আফজাল মোল্লা মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ