বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার স্ত্রী খোদেজা রশিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্থানীয় দৈনিক পাঠকের পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক বাধন হালদার জানান, প্রায় দেড় বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন খোদেজা রশিদী। স¤প্রতি তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
এর আগে, ২০১৮ সালের ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।