Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় আওয়ামীলীগ অফিস পুনঃনির্মাণে বাধা

এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

কোটালীপাড়া সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ৪:১৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় পুনর্নির্মাণ করার সময় বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় জনতা। শুক্রবার সকালে উপজেলার মনোহর মার্কেট দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন দলীয় নেতাকর্মীরা। এ ঘটনায় আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানায় প্রায় ১০ বছর আগে রাধাগঞ্জের মনোহর মার্কেটে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় নির্মাণ করা হয়। বর্তমানে কার্যালয়টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় কার্যালয়ের পুনর্নির্মাণ কাজের সিদ্ধান্ত নেয় সংগঠনের নেতারা। কাজটি শুরু হওয়ার কয়েক দিন পরে রাধাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ফিরোজ আহম্মেদ নির্মান কাজে বাধা সৃষ্টি করে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সমাবেশে উপস্থিত ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন- দীর্ঘদিন ধরে আমাদের পুরানো দলীয় কার্যালয়ে বসে দলীয় কার্যক্রম চালিয়ে আসছি, বর্তমানে কার্যালয়টি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ায় আমরা এলাকাবাসির সিদ্ধান্ত ক্রমে পুনঃনির্মানের কাজ শুরু করি। কাজ শুরুর কিছু দিন পরে রাধাগঞ্জ ভুমি অফিসের অফিস সহায়ক ফিরোজ আহম্মেদ কাজে বাধা দেয় এবং ১০ হাজার টাকা ঘুষ দাবি করে। এ বিষয়ে জানার জন্য অফিস সহায়ক ফিরোজ আহম্মেদের সাথে যোগযোগ করা সম্ভব হয়নি। রাধাগঞ্জ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সর্বানন্দ গ্যাঙ্গুলী ও যুবলীগ নেতা সুমন বোস বলেন- এই দলীয় কার্যালয়টি নির্মানে জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর কোন সম্পৃক্ততা নেই, এটি ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীরা নির্মান করছে। দেবদুলাল বসু পল্টুর পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমুর্তি নষ্ট করতে নামধারী কিছু মিডিয়া মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তাকে বিতর্ক করার চেষ্টা করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ