Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে অসহায় মেধাবী ছাত্রকে অনুদান

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ১২:১০ এএম

আরব আমিরাতে অসহায় এক প্রবাসী বাংলাদেশির মেধাবী ছেলের লেখা-পড়ার খরচের জন্য অনুদান দিয়ে মানবতার সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সমিতি শারজাহ শাখা। গত বুধবার বিকেলে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খানের সাথে সৌজন্য সাক্ষাত করে তার মাধ্যমে সমিতির পক্ষ থেকে ওই মেধাবী ছাত্র মাহিন রহমানকে অনুদানের প্রায় ৭ হাজার দিরহামের চেক (বাংলাদেশি প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা) প্রদান করেন বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাশার, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী সাংবাদিকগণ। মাহিন রহমান দুবাই মানিপাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সে অধ্যয়নরত। তার পরিবার আমিরাতের ফুজাইরায় বসবাস করে আসছে। জানা গেছে, মাহিন রহমানের পরিবারের পক্ষ থেকে কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খানের দ্বারস্থ হলে তার প্রচেষ্টায় বাংলাদেশ সমিতি শারজাহ শাখা মাহিনকে অনুদান দেয়ার এই মহতি উদ্যোগ গ্রহণ করে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ