Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাউজানে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ৯:২০ পিএম

চট্টগ্রামের রাউজানে ফাঁসিতে ঝুলে শহীদুল ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেরার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়া ডেবার পাড়া গ্রামের নুর মোহাম্মাদের পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার প্রতিদিনের মত সিএনজি গাড়ী চালিয়ে রাতে বাড়িতে ফেরেন শহীদুল। আসার পর পরিবারের সবার সাথে খাওয়ার-দাওয়া শেষ করে নিজ ঘরে রাতে ঘুমাতে যান তিনি। গতকাল বহস্পতিবার (১৩-জুন) সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠার পর থাকে ডাকাডাকি করলে কোন সরা-শব্দ না পেয়ে তাঁর ঘরে প্রবেশ করে দেখতে পান সে সিলিং ফ্যানের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্যা কমল চক্রবর্তী জানান, শহীদুল নামের এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন। কি কারণে আতœহত্যা করছেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ