Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইডিয়াল স্কুলের বেতন বৃদ্ধির প্রতিবাদ অভিভাবকদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৮:৪১ পিএম

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আগামী মাস থেকে শিক্ষার্থী প্রতি ২০০ টাকা হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। বুধবার (১২ জুন) অভিভাবক ফোরামের চেয়্যারম্যান জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. রোস্তম আলীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান গভর্নিং বডি হঠাৎ ২০০ টাকা হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত জানুয়ারিতে ১০০ টাকা হারে বেতন বাড়ানো হয়েছে। এর পাঁচ মাস পর আরেক দফা বেতন বাড়ানো হঠকারী সিদ্ধান্ত।

অভিভাবকরা বলেন, গত এক বছরে অবৈধভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এবং এনটিআরসিএর মাধ্যম ব্যতীরেকে অপ্রয়োজনীয় ১৫৭ জন শিক্ষক এবং ১১২ জন কর্মচারী নিয়োগ দিয়ে স্কুল তহবিলে ঘাটতি দেখানো হচ্ছে। এই অপ্রয়োজনীয় শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে তহবিলের আর্থিক ঘাটতির দায়ভার নিতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। অপরদিকে শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যে লাভবান হচ্ছে গভর্নিং বডির সদস্যরা। শিক্ষার গুণগতমান বৃদ্ধির বিষয়ে গত ২ বছরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। বরং অবকাঠামো ও উন্নয়নের নামে বিভিন্ন খাত তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠানের টাকার অপচয় করা হয়েছে।

অবিলম্বে বেতন বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন অভিভাবকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইডিয়াল স্কুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ