Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইডিয়াল স্কুলের ড্রেসকোড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুন

সাধারণ সভায় আহলে সুন্নাত ওয়াল জামাআত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নেতৃবৃন্দ অবিলম্বে ঢাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজের ড্রেসকোড বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন। আহলে সুন্নাত নেতৃবৃন্দ বলেন, আইডিয়াল স্কুলে যুগ যুগ ধরে ছাত্ররা মাথায় টুপি এবং ছাত্রীরা ওড়না ও এপ্রোন ব্যবহার করে আসছে। অথচ কর্তৃপক্ষ হঠাৎ করেই বর্তমান শিক্ষাবর্ষে ছেলেদের টুপি ও মেয়েদের ওড়না পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যা এ প্রতিষ্ঠানের স্বকীয় ভাবমর্যাদাকে ক্ষুন্ন করেছে। অবিলম্বে ইসলাম বিদ্বেষী এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আহলে সুন্নাত ওয়াল জামাআতের অভিষেক ও সাধারণ সভায় নেতৃবৃন্দ একথা বলেন। নির্বাহী চেয়ারম্যান প্রিন্সিপাল আল্লামা আব্দুল করিম সিরাজনগরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী মহাসচিব মাওলানা আ.ন.ম. মাসউদ হোসাইন আলকাদেরী, পীরে তরিকত গাজী এম এ ওয়াহিদ সাবুরী, বদরপুর পীর সাহেব মাওলানা মু’তাসিম বিল্লাহ রব্বানী, হারুনুর রশিদ রেজভী, আল্লামা আবুল কাশেম নুরী, আল্লামা হাফেজ জুনায়েদুল হক, আল্লামা আবদুল করীম আলকাদেরী, আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আলকাদেরী। অনুষ্ঠানে ফিরোজ আলম খোকনকে আহবায়ক ও আজিজুর রহমান আজিজকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত যুব পরিষদের কেন্দ্রিয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইডিয়াল স্কুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ