পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সভায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির কাছে দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত অভিভাবক ফোরামের এক জরুরী সভা থেকে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরামের চেয়ারম্যান ফাহিম উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন- রোস্তম আলী, হারুন অর রশীদ, ডিএম সেলিম, মিজানুর রহমান, মো. আতিকুর রহমান, আবুল কাসেম প্রমুখ। সভায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম, বর্তমান অধ্যক্ষের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ায় নতুন অধ্যক্ষ নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের চাকরির মেয়াদ শেষে একজন দক্ষ, অভিজ্ঞ ও সৎ অধ্যক্ষ নিয়োগের জন্য দাবি জানানো হয়। বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগ দুর্নীতি দমন কমিশন দুদকে তদন্তাধীন থাকায় উক্ত পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানে গভর্নিং বডির সিদ্ধান্তের জোর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয় এবং কোন বির্তকিত দুর্নীতি পরায়ন ব্যক্তিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ না দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়। ফোরাম আরও মনে করে যে, বর্তমান অধ্যক্ষ মাসিক বেতন-ভাতা বাবদ সাড়ে তিন লাখ টাকা উত্তোলন করেন। তাকে এ পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দিলে উক্ত সম্পূর্ণ টাকা প্রতিষ্ঠানের নিজস্ব ফান্ড থেকেই ব্যয় হবে। ফলে এক দিকে প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। অন্যদিকে শিক্ষার্থীদের অত্যাধিক টিউশন ফি বৃদ্ধি পাবে। যা করোনাকালীন সময়ে অভিভাবকদের ওপর মরার উপর খাড়ার ঘা। অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক কোন নিয়োগ এ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২৭ হাজার শিক্ষার্থী ও তাদের ৫৪ হাজার অভিভাবক কোন ভাবেই মেনে নিবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।