Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে অনন্তর দ্বীন দ্য ডে’র গানের শূটিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ঈদের আগে গত ৪ জুন ইরানে গিয়েছেন চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল। তার নির্মাণাধীন সিনেমা দ্বীন দ্য ডে’র শূটিংয়ে সেখানে গিয়েছেন। ঈদের পরের দিন থেকে সেখানে গানের শূটিং করেছেন অনন্ত ও বর্ষা। গানের কোরিওগ্রাফি করছেন বাংলাদেশের কোরিওগ্রাফার হাবিব রহমান। এরই মধ্যে ইরানের মনোরম লোকেশনে একটি রোমান্টিক গানের শূটিং শেষ হয়েছে। ইরানে আরো দুটি রোমান্টিক গানের কিছু অংশের শূটিং করা হবে বলে জানিয়েছেন হাবিব। এ ছাড়া তুরস্কেও গান দুটির অংশ বিশেষ শুটিং করা হবে। তিনি জানান, দেশে ফিরে আরেকটি নতুন গানের শূটিং করার কথা রয়েছে। সিনেমাটিতে মোট চারটি গান থাকবে। হাবিব জানান, গানগুলোতে দর্শক নতুন কিছু দেখতে পাবেন। আমাদের দেশের সিনেমার অনেক গান বিদেশের মাটিতে হয়েছে এখনো হচ্ছে। তবে সেখানে দেখা যায়, একটি দেশের কোন শহরে গিয়ে একাধিক গানের শূটিং করা হয়। দ্বীন দ্য ডে’র একটি গানেই বিভিন্ন দেশের লোকেশন দেখানো হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শূটিং


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ