Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্থ হয়ে শূটিং শুরু করেছেন বাপ্পী চৌধুরী

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সুস্থ হয়ে শূটিংয়ে ফিরেছেন চিত্রনায়িক বাপ্পী চৌধুরী। তার পাকস্থলীতে অপারেশন হওয়ায় প্রায় দুই মাস বিশ্রামে ছিলেন। এখন পুরোপুরি সুস্থ। শূটিং শুরু করেছেন অনন্য মামুনের পরিচালনাধীন ‘আমি তোমার হতে চাই’ সিনেমার। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন বিদ্যা সিনহা মিম। বাপ্পী জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রায় দুই মাসের মতো বিশ্রামে ছিলাম। সবার দোয়ায় এখন সুস্থ। এখন নিয়মিত কাজ করবো। এদিকে, বাপ্পি অভিনীত ইফতেখার চৌধুরীর ওয়ান ওয়ে সিনেমাটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে। এছাড়া অখিল আহমেদের কত স্বপ্ন কত আশা, সাফি উদ্দিন সাফির মিসডকল, হিমেল আশরাফের সুলতানা বিবিয়ানা মুক্তির মিছিলে রযেছে। নির্মাণাধীন সিনেমার মধ্যে রয়েছে সাফি উদ্দিন সাফির রাজকুমার, শাহনেওয়াজ শানুর পলকে পলকে তোমাকে চাই, শাহ আলম মন্ডলের আপন মানুষ, এম সাখওয়াত হোসেনের আসমানী, তাজুল ইসলামের গোপন সংকেত এবং গাজী জাহাঙ্গীরের প্রেমের বাঁধন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুস্থ হয়ে শূটিং শুরু করেছেন বাপ্পী চৌধুরী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ