Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাপ্পারাজের দ্বিতীয় সিনেমার শূটিং শুরু

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বছর মুক্তি পেয়েছিল বাপ্পারাজ পরিচালিত প্রথম সিনেমা কার্তুজ। এতে অভিনয় করেছিলেন সম্রাট ও ফারজানা রিক্তা। তারপর বাপ্পা দ্বিতীয় সিনেমা নির্মাণের ঘোষণা দেন। তার এই সিনেমার নাম তারছেড়া। ইতোমধ্যে সিনেমাটির শূটিং শুরু হয়েছে। রাজশাহী সোনা মসজিদ এলাকায় গত শুক্রবার সকাল থেকে শূটিং শুরু হয়। শূটিংয়ে অংশ নেন নায়ক সম্রাট ও শিমুল খান। সিনেমাটি পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বাপ্পারাজ নিজেই। এতে সসম্রাটের বিপরীতে নায়িকা হিসেবে কে অভিনয় করবেন তা এখনো চ‚ড়ান্ত হয়নি। তবে কয়েকদিনের মধ্যে বাকি শিল্পীদেরকে চ‚ড়ান্ত করা হবে বলে জানান বাপ্পা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাপ্পারাজের দ্বিতীয় সিনেমার শূটিং শুরু
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ