Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সারারাত জেগে পূর্ণিমার শূটিং

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন পূর্ণিমা। আরএফএল প্লাস্টিক সেলফের বিজ্ঞাপনটির শূটিং গত ৩১ অক্টোবর সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি করতে গিয়ে পূর্ণিমাকে সারারাত শূটিং করতে হয়েছে। ঢাকার উত্তরায় একটি সুপারশপে এর শূটিং হয়। সারারাত শূটিং সম্পর্কে পূর্ণিমা বলেন, সারারাত জেগে এ বিজ্ঞাপনের কাজ করার কারণ সুপারশপে দিনের বেলায় ক্রেতাদের ভিড় থাকে। শূটিং করতে অনেক সমস্যা হয়। এজন্য সারারাত শূটিং করতে হয়েছে। তিনি জানান, মা হওয়ার পর এবারই প্রথম আমার মেয়ে আরশিয়াকে সারারাত নিজের কাছে রাখতে পারিনি। উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সানবীম আশরাফ। এতে পূর্ণিমার সঙ্গে আছেন আইরিন তানি। গল্পে দেখা যাবে তারা প্রতিবেশী। একই সুপারশপে কেনাকাটা করতে এসে আইরিন জানান, জায়গার অভাবে ঘরে জিনিসপত্র ঠিকঠাক রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন। পূর্ণিমা তখন সমাধান দিয়ে আরএফএলের প্লাস্টিক সেলফ কিনতে বলেন। বিজ্ঞাপনটি শীগ্রই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সারারাত জেগে পূর্ণিমার শূটিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ