Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পিকারের ভেতর মিললো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মাদকের চালান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৯, ১২:২৫ পিএম
থাইল্যান্ড থেকে মেলবোর্ন বন্দরে এসেছিল কয়েক ডজন স্টেরিও স্পিকার; সেগুলোর ভেতর থেকেই অস্ট্রেলিয়ার পুলিশ উদ্ধার করেছে দেশটির ইতিহাসে মেথামফিটামিন মাদকের সবচেয়ে বড় চালান।
 
স্থানীয়ভাবে এই মাদক পরিচিত ‘আইস’ নামে।
 
উদ্ধার মাদকের বাজারমূল্য আনুমানিক ৮৪ কোটি মার্কিন ডলার বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
 
ব্যাংকক থেকে আসা কার্গো চালানে কোনো অসঙ্গতি আছে কিনা তা বের করতে অস্ট্রেলীয় সীমান্তরক্ষী বাহিনী (এবিএফ) এক্স-রে ব্যবহার করলে ওই লাউডস্পিকাগুলোর ভেতর মাদকের খোঁজ মেলে।
 
২ আমেরিকানসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
 
“দেশে এর চেয়ে বড় মেথামফিটামাইনের চালান দেখিনি আমরা। এ ঘটনা দেখাচ্ছে- এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের নির্লজ্জ ও আগ্রাসী প্রকৃতিকে,” বলেছেন এবিএফের আঞ্চলিক কমান্ডার ক্রেইগ পামার। 
 
উদ্ধার মেথামফিটামিনের পরিমাণ এক দশমিক ৬ টন বলে জানিয়েছে কর্তৃপক্ষ; যা গত বছর ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে জব্দ করা মোট মাদকের ১৩ শতাংশ।
 
স্পিকারগুলোর ভেতর বায়ুশূন্য ব্যাগে ৩৭ কেজি হেরোইনও পাওয়া গেছে।
 
দায়ীদের ধরতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ।
 
দেশটির দ্বিতীয় ঘনবহুল রাজ্য ভিক্টোরিয়া প্রতিবছর দুই টনেরও বেশি ক্রিস্টাল মেথামফিটামিন গ্রাস করে বলে বিভিন্ন সরকারি প্রতিবেদনে ধারণা দেয়া হয়েছে।
 
বিশ্বের যেসব দেশে ক্রিস্টাল মেথের দাম সবচেয়ে বেশি, তার মধ্যে অস্ট্রেলিয়াও আছে। যে কারণে অনেক অপরাধী চক্রও এ মাদক দিয়েই ব্যবসায়িক লেনদেন চালায় বলে ভাষ্য অস্ট্রেলিয়ার দুর্নীতি দমন কমিশনের।
 
যুক্তরাষ্ট্রে এ মাদকের বড় একটি আস্তানার সন্ধান পাওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পুলিশ ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস থেকে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৬জনকে আটক করেছিল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ