Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ঈদুল ফিতর উদযাপিত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৯, ৩:৩০ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মার প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর চাঁদপুরে উদযাপিত হয়েছে।
সকালে মুসল্লিরা দলে দলে ঈদগাহ ময়দানে ছুটে এসে ঈদের নামাজ আদায় করেন।

চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে সকাল ৮টায় জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদগাহ মাঠে জেলা প্রশাসনসহ হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন।
নামাজে ইমামতি করেন বাহাদুরপুরের পীর ও বাংলাদেশ ফরাজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। মোনাজাতে মুসলিম উম্মার রহমত ও নিজদেশের শান্তি কামনা করা হয়।
পরে ভিন্ন ভিন্ন সময়ে শহরের পুলিশ লাইন, আউটার স্টেডিয়াম, সরকারি কলেজ মাঠ, বেগম জামে মসজিদ, চিশতিয়া জামে মসজিদ, বড়স্টেশন মোলহেড, জেলা কারাগার জামে মসজিদসহ গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকায়
পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে কোলাকুলি করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল ফিতর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ