Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৯, ১২:৩০ পিএম

বিপুল উৎসাহ্ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ উপলক্ষ্যে নেত্রকোনা পৌরসভার পক্ষ থেকে জেলা শহরের প্রধান প্রধান সড়ক সু-সজ্জিত করণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের প্রধান জামাত সকাল নয়টায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ কেন্দ্রীয় জামে মসজিদে (বড় মসজিদ) অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ্র ঐক্য এবং দেশ ও জনগনের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান। এছাড়াও জেলা শহরের সাতপাই এন আকন্দ আলীয়া মাদ্রাসা মাঠ, নাগড়া ঈদগাহ্ ময়দান, আনন্দ বাজার শাহী মসজিদ, চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠ, পুলিশ লাইন্স মসজিদ, বিজিবি মসজিদ ও হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রঃ) মাজার মসজিদসহ নেত্রকোনা জেলায় এবার ১ হাজার ৭ শত ৪০টি ঈদগাহ্ ময়দান এবং মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল ফিতর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ