গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
একটি পণ্যের দাম পাঁচ দিনের ব্যবধানে দ্বিগুন রাখায় আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল সোমবার সন্ধ্যায় উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। সেই আদেশের একটি কপি সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে।
গতকাল সোমবার দুপুরে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযান চালিয়ে পণ্যের দামে অসঙ্গতি পাওয়ায় ওই জরিমানা করেন মঞ্জুর শাহরিয়ার। একইসঙ্গে আড়ংয়ের ওই শাখাটিকে ২৪ ঘণ্টা বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরেই তার এ বদলির আদেশ আসে। তাকে বদলি করে সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। আগামী ১৩ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে আড়ংকে জরিমানা করার কারণেই প্রভাবশালীদের অবৈধ প্রভাবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। যা নিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক রাশেদা রওনক খান লিখেছেন, ‘‘এই যে সারাদিন কর্পোরেট দুনিয়ার শক্তিশালী রূপ লাবণ্যের কথা বলি, দেখিয়ে দিলো তো এবার! কর্পোরেট দুনিয়া চাইলে কিনা পারে! দেশের আমলাতন্ত্রকে এক ঘণ্টার মাঝে নাড়িয়ে দিতে পারে!.. কিন্তু আমি বিস্মিত (!!) এতো দ্রুত বদলির আদেশ দেখে, মুগ্ধ বলা যায়! কর্পোরেট দুনিয়ার বস মানুষেরা, আপনারা দেশের ধর্ষণ, সড়ক এ নৈরাজ্য, দুর্নীতি'র বেলায়ও একটু আগ্রহী হলে এই রকম ঘণ্টায় দরকার নেই, ২৪ ঘণ্টায় ১ টা বদলি আদেশ দিলেই তো দুর্নীতি কমে যায়! ২৪ ঘণ্টায় অন্তত একট ধর্ষকের বিচার করার ব্যবস্থা করে দিন! এতো দ্রুত আপনারা কাজ করাতে পারেন আমলাতন্ত্রে, তাহলে আমাদের একটু উপকার করে দেন প্লিজ...। দেশটা বেঁচে যায়... কেবল দেশীয় পণ্য বাঁচাবেন, দেশ বাঁচাবেন না?!’’
সাংবাদিক আক্তার জামান লিখেছেন, ‘‘একজন ভোক্তা হিসেবে প্রতিবাদ জানাই। আড়ং-কে জরিমানা করায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অদিপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে ঢাকা অফিস থেকে সরিয়ে দেয়া হয়েছে। এর মাধ্যমে চোরদের কাছে ১৬ কোটি ভোক্তার পরাজয় হলো আর জয়ি হলো চোরেরা। ভোক্তাদের স্বার্থ রক্ষায় কাজ করা এমন সৎ, নির্ভিক একজন কর্মকর্তাকে সরিয়ে দেয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।’’
সায়েম বাবর লিখেছেন, ‘‘এই দেশটা দিনে দিনে ঠগবাজদের দখলে চলে যাচ্ছে। এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি আর প্রতারণা নেই।সব ভণ্ডগুলো মানবতার বুলি আওড়ায় আর ভদ্রতার মুখোশ পরে ঘুরে। যখনই কেউ সত্য ও ন্যায়ের পক্ষে কিছু বলতে যাবে তখনই এই দানব গুলো এদের বিশাল থাবা দিয়ে গলা টিপে ধরবে।’’
সাংবাদিক সিউল আহমেদ লিখেছেন, ‘‘হাউ কিউট আমাদের এই সোনার বাংলা.....রাষ্ট্রপতির আদেশক্রমে নাকি এই নির্লজ্জ ঘটনা টা ঘটেছে। আমরা পারিও। মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে আপনাকে ধন্যবাদ। আমাদের কিছুটা সচেতন করার জন্যে। অনেক দোয়া আপনাদের জন্যে। স্যালুট ভাই।’’
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুক ব্যবহারকারী আব্দুল্লাহ নাইম লিখেছেন, ‘‘ফলের ব্যাবসায়ীরা "জনস্বার্থে" বেশি বেশি ফরমালিন আর কার্বাইড মেশান ... যদি "জনস্বার্থে" ওই ফল খেয়ে কোনভাবে দূর্নীতিবাজদের পরিবারের কারো মৃত্যু হয়, তখন তারা বুঝবে ভেজাল বিরোধী অভিযান চালানো ম্যাজিস্ট্রেট কে বদলি করে কুড়ালটা তারা আসলে কার পায়ে মেরেছিলো ... এবং "জনস্বার্থ " জিনিস টা আসলে কি?’’
‘‘এটা কি স্বাধীন দেশের বিচার যেখানে ধর্ষণের মতো জগন্য কাজের বিচার ২৪ ঘন্টার মধ্যে হয়না কিন্তু ভালো কাজের ফলস্বরূপ তাকে ২৪ ঘন্টার মধ্যে বদলী করা হয়।এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক’’ পরিতাপের সাথে কথাগুলো লিখেছেন পলাশ। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।