Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে মিনিবাসে বোমা বিস্ফোরণে ৯জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১২:২৫ পিএম

কাবুলে একটি মিনিবাসে শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়ে ৯জন নিহত হয়েছে।

আফগানিস্তানে কর্মকর্তারা বলেছেন সোমবার কাবুলে সরকারী কর্মীদের বহনকারী একটি মিনিবাসে এক শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অন্তত ৯জন নিহত হয় আহত হয় অন্যান্য ১০জন।

রাজধানীতে ওই মারাত্মক হামলা হয় ঈদ-উল-ফিতরের আগের রাতে। রামজান শেষে যখন লোকজন ঈদ-উল-ফিতর উৎযাপনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই বিস্ফোরণ ঘটল।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ ওই অঞ্চলে সফরে গেছেন। আফগানিস্তানে ১৭ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে, খালিলজাদ এর, কাতার ভিত্তিক তালেবান বিদ্রোহী গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে নতুন এক দফার শান্তি আলোচনার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, গাড়িতে বোমা রাখা ছিল এবং একটি নির্দিষ্ট সময় পর তা বিস্ফোরিত হয়।

কোনো সংগঠন এই বিস্ফোরণের দায় এখনো স্বীকার করে নি।
সূত্র: ভিওএ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ