Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার ১৪ বছর কারাদন্ড

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১২:০৪ এএম

দুর্নীতির মাধ্যমে ব্যাংক ঋণ উত্তোলন ও আত্মসাতের পৃথক দুই মামলায় বরিশালের সালমা শিপিং লাইন্সের মালিকসহ সাবেক কাউন্সিলর ও ঠিকাদার খালাশ পেলেও ঢাকা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ১৪ বছর করে কারাদÐ ও ২ কোটি টাকা করে জরিমানা প্রদান করেছে বরিশালের বিভাগীয় বিশেষ ট্রাইবুনাল। আদালতের বিচারক মো. মহসিনুল হক ঢাকা ব্যাংকের বরিশাল শাখার সাবেক ব্যবস্থাপক কেএইচএন আসাদুজ্জামান ও সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হুমায়ন কবীরকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেছেন। দÐিত দুই ব্যাংক কর্মকর্তাই দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে। মামলায় খালাসপ্রাপ্তরা হচ্ছে ঢাকা-বরিশাল রুটের কীর্তণখোলা লঞ্চের মালিক মনজুরুল আহসান ফেরদৌস, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল এবং ঠিকাদার আলতাফ হোসেন তালুকদার ওরফে হাজী আলতাফ।

আদালত সূত্রে জানা গেছে, ভুয়া ওয়ার্ক অর্ডার, জাল গ্যারান্টি পত্র, জাল এ্যাসেসমেন্ট ব্যবহার করে ঢাকা ব্যাংকের বরিশাল শাখা থেকে ঋণ উত্তোলন করা হয়। দÐিত দুই ব্যাংক কর্মকর্তা ২০১০ সালের ১৬ মে থেকে ২০১৩ সালের ৮ জুলাই ঢাকা ব্যাংকের বরিশাল শাখায় দায়িত্ব পালনকালে এ জালিয়াতির ঘটনা ঘটে। পরে আত্মসাতের বিষয়টি ধরা পড়লে ব্যাংকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আ. মালেক হাওলাদার বাদী হয়ে মহানগরীর কোতয়ালী মডেল থানায় ২০১৩ সালের ৬ আগষ্ট পৃথক দুইটি মামলা করেন। মামলার দুইটির একটিতে ৫২ লাখ ও অপরটিতে ২ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ