Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিশ্বকাপ ক্রিকেট সরাসরি মাছরাঙা টেলিভিশনে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৬ এএম

 

আজ থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ এই আসরে এবার প্রতিদ্ব›দ্বীতা করছে ১০ টি দল। যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে গ্রæপ পর্বে সবগুলো দল একে অপরের বিপক্ষে খেলবে। এবারের বিশ্বকাপের সবগুলো খেলা সরাসরি স¤প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। খেলার পাশাপাশি প্রচারিত হবে চারটি বিশেষ অনুষ্ঠান। প্রতিদিন দুপুর ২.৩৫ মিনিটে প্রচারিত হবে ফেরদৌস বাপ্পির উপস্থাপনায় কুইজ শো ‘ওয়ার্ল্ডকাপ ক্রিকেট লাইভ কুইজ’। দুপুর ২.৫০ মিনিটে থাকছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘এক্সপার্ট প্রেডিকশন’। উপস্থাপনা করবেন মারিয়া নূর। এ ছাড়া খেলার মধ্যবিরতিতে ‘পাওয়ার প্লে’ এবং খেলা শেষে থাকছে ‘ম্যাচ রিভিউ’। দু’টি অনুষ্ঠানই উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। উল্লেখ্য, এর আগেও ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপসহ খেলার অনেক বড় বড় আসর সরাসরি স¤প্রচার করে দেশের দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে মাছরাঙা টেলিভিশন। যার ধারাবাহিকতায় এবারও দর্শকরা মাছরাঙা টেলিভিশনের সঙ্গে থাকবেন বলে কতৃপক্ষের প্রত্যাশা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ