Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদারপন্থি সবুজ দলের উত্থান

ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

ইইউ পার্লামেন্ট নির্বাচনে জাতীয়তাবাদী ও বর্ণবাদী কট্টরপন্থী দলগুলোকে প্রত্যাখ্যান করেছে ইউরোপের জনগণ। বিশ্বের একমাত্র উপমহাদেশীয় পার্লামেন্টের এবারের নির্বাচনে ভালো করেছ পরিবেশবাদী সবুজ দল। এবার মধ্যপন্থি শক্তি দুর্বল হয়ে পড়লেও চরমপন্থিরা তার বেশি ফায়দা তুলতে পারেনি। পরিবেশবাদী সবুজ দল ও উদারপন্থি শিবির ভবিষ্যতে আরো প্রভাবশালী হয়ে উঠবে।
গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ২৮টি দেশে প্রায় ৪০ কোটি ভোটার ইউরোপীয় পার্লামেন্টে জনপ্রতিনিধিদের বেছে নেবার সুযোগ পেয়েছিলেন। জটিলতার বিচারে ভারতের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনের সঙ্গে এই প্রক্রিয়ার তুলনা করা যেতে পারে। ইইউ জোটের ২৮ সদস্য দেশের ভিন্ন ভিন্ন নির্বাচন নিয়মের রেওয়াজ অনুযায়ী ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ৬১ শতাংশ ভোটার অংশ নেয়, যা গত ২৫ বছরের মধ্য রেকর্ড। ৪০ কোটি জনগণ সরাসরি ভোটে পাঁচ বছরের জন্য তাদের ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের নির্বাচিত করেছেন।
নবম ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনকে ঘিরে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। ৭৫১ আসনবিশিষ্ট ইইউ পার্লামেন্ট নির্বাচনে সোমবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সর্বোচ্চ ১৭৩টি আসন পেয়েছে ইউরোপের ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ধারার জোট। এর পরে ১৪৭টি আসন পেয়েছে সামাজিক গণতান্ত্রিকদের জোট। লিবারেল গণতান্ত্রিক জোট পেয়েছে ১০২টি আসন। পরিবেশবাদী সবুজ দলের জোট ৭১, বামপন্থী দলগুলোর জোট ৪১, ইইউবিরোধী ডানপন্থীরা ৫৬ ও জোটবিহীন দলগুলো পেয়েছে ৮টি আসন।
২০১৯ সালের নির্বাচনে সবচেয়ে বেশি শক্তিবৃদ্ধি করতে পেরেছে সবুজ ও উদারপন্থি শিবির। ফলে এই দুই সংসদীয় দলের সমর্থন ছাড়া ইইউ পার্লামেন্টে ভবিষ্যতে কোনো প্রস্তাব অনুমোদন করা কঠিন হবে। জার্মানিতে সামাজিক গণতন্ত্রীদের পেছনে ফেলে দ্বিতীয় প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে সবুজ দল। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই দলের গ্রহণযোগ্যতা আরো বেড়ে গেছে। ইউরোপ জুড়ে মধ্যপন্থি শক্তির এমন পতন অভূতপূর্ব ঘটনা।
এমন প্রেক্ষাপটে ইইউ পার্লামেন্টে রক্ষণশীল শিবিরের নেতা মানফ্রেড ভেবার বলেছেন, যারা ইউরোপীয় ইউনিয়নকে আরো শক্তিশালী দেখতে চায়, এবার থেকে তাদের সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। তিনি আরো স্পষ্ট করে দিয়ে বলেন, যেসব দল ইইউর ভবিষ্যতে বিশ্বাস করে না, তাদের সঙ্গে রক্ষণশীল শিবির কোনো রকম সহযোগিতা করবে না।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ অভিযোগ করেন, কয়েকটি বিদেশি শক্তি ইইউ জোটে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ইইউবিরোধী ষড়যন্ত্রের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সচিব ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যাননের দিকেও অভিযোগের তির ছোড়েন তিনি। ফ্রান্সের জাতীয়তাবাদী দল ন্যাশনাল ফ্রন্ট নেত্রী মেরিন লে পেন এবং ইতালির জাতীয়তাবাদী দল লেগা নর্ড দলের নেতা মাটেয়ো সালভানির সঙ্গে রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়েও অভিযোগ করেন ম্যাখোঁ।
ইউরোপীয় ইউনিয়নে তিনটি প্রধান প্রতিষ্ঠানের মধ্য ইউরোপীয় পার্লামেন্ট অন্যতম। এ ছাড়া রয়েছে ইউরোপিয়ান কমিশন ও ইউরোপীয় কাউন্সিল। ইউরোপীয় পার্লামেন্ট বা পার্লামেন্টের সদস্যরা মূলত জোটভুক্ত দেশগুলোর জনগণের প্রতিনিধিত্ব করে। জোটের বিভিন্ন বিষয়ে আইনপ্রণেতা হিসেবে কাজ করে। জোটের বাজেটের ক্ষেত্রেও ইইউ পার্লামেন্টে সম্মতির প্রয়োজন হয়। ইইউ পার্লামেন্টের সদস্যরাই পছন্দমতো ভোট দিয়ে পাঁচ বছরের জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট নির্বাচিত করেন। সূত্র: এএফপি, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ