Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবাদে আদালত বর্জন, মানববন্ধন

নারী আইনজীবী হত্যা

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

অ্যাডভোকেট আবিদা সুলতানার খুনি তানভির আহমদকে গতকাল সোমবার দুপুরে শ্রীমঙ্গলের বরুনা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, ঘাতক তানভির আবিদার পৈতৃক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো ও পাশের মাদবকুল জামে মসজিদে ইমামতি করতো। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমানদি গ্রামের ময়নুল ইসলামের পুত্র।
এদিকে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবিদা সুলতানার খুনিকে গ্রেফতার দাবিতে জেলা আইনজীবী সমিতির আহ্বানে সারাদিন কোর্ট বর্জন কর্মসূচী, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মো. কামরেল আহমেদ চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ। বক্তারা বলেন অবিলম্বে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ