বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজীব মিয়া (২২) নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় তেজগাঁও কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রাজীবের বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি নরসিংদীর রায়পুরায় জনতা ব্যাংকের একটি শাখায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।
পুলিশ ও ঢামেক সূত্রে জানা যায়, রোববার মহেশপুর ৫৮ ব্যাটালিয়নে চাকরির জন্য লাইনে দাঁড়াতে নরসিংদী থেকে তিতাস এক্সপ্রেসের একটি ট্রেনে করে ঢাকায় আসছিলেন রাজীব। পথিমধ্যে তেজগাঁও কাঁচাবাজার এলাকায় পৌঁছলে দুই ছিনতাইকারী তার বুকে ছুরি দিয়ে আঘাত করে সাথে থাকা নগদ দুই হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।