বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ পৌর এলাকার নরোত্তমপুর ভাঙা ব্রিজ নামক মোড়ে মেসার্স এইচ আর ট্রেজার্স নামে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে দিনে-দুপুরে ঢুকে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার রাতে প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মতিউর রহমান বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানাগেছে- প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর তালা বন্ধ করে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি যান। এ সময় রড, সিমেন্ট ও ঢেউটিন বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ব দিকের ঢেউটিন কেটে একদল চোর প্রতিষ্ঠানে ঢুকে ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে ব্যবসার গচ্ছিত নগদ ২ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে বিকেলে প্রোপ্রাইটর প্রতিষ্ঠানের তালা খুলে দেখতে পান পূর্ব দিকের ঢেউটিন কাটা রয়েছে এবং ক্যাশ ড্রয়ার খোলা অবস্থায় পড়ে রয়েছে। এ সময় পার্শ্ববর্তী দোকানদারের বিষয়টি অবগত করলে তারা ঘটনা দেখেন। প্রোপ্রাইটর মতিউর রহমান অভিযোগ করে বলেন- দুপুর সাড়ে ১২টার থেকে দেড়টার মধ্যেই এই চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এছাড়া চোরেরা পূর্ব পরিকল্পিতভাবে সুকৌশলে অভিনব কায়দায় এ ঘটনা ঘটিয়েছে। এতে স্থানীয় আইন শৃংখলা বাহিনীর নিকট দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস মৃধা জানান, শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সার্বিক বিষয়ের ওপর দিয়ে তদন্ত শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।