বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-চাপরতলা সড়কে ডাকাতি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে আনন্দপুর-তিলপাড়া মধ্যবর্তী স্থানে। ডাকাতরা সিএনজি আটকিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা,মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতির শিকার সিএনজি চালক হাবিবুল্লা জানান,চাপরতলার কালিউতা গ্রামের জামাল মিয়ার স্ত্রী শরুফা বেগম(২০)ডায়রিয়ায় আক্রান্ত হলে সেহরীর খাবারের পর পর কালিউতা থেকে ৫জন যাত্রীসহ নাসিরনগর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে সড়কে গাছ ফেলে সিএনজি আটক করে ৫/৬ জনের মুখোশধারী একটি ডাকাতদল। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের মারধোর করে তাদের কাছে থাকা টাকা,মোবাইল ফোনসেট ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতদের কথামতো টাচ মোবাইল ও সিএনজির চাবি দিতে দেরী করায় ডাকাতরা সিএনজি চালক হাবিবুল্লা (২৫)কে দারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজিদুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।