Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবর্তন নেই ভারত দলেও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০২ এএম

বিশ্বকাপের আগে ভারতীয় দলে শঙ্কার মেঘ জমা হয়েছিলো কেদার যাদব আচমকা ইনজুরিতে পড়ায়। আইসিসির বেঁধে দেওয়া ২৩ মের আগে ধারণা করা হচ্ছিলো হয়তো একটা পরিবর্তন আসবে ভারতীয় দলে। শঙ্কার মেঘ দূর করে ভারতীয় ক্রিকেট বোর্ড জানালো ফিট আছেন ভারতীয় এই অলরাউন্ডার। ভারতীয় বোর্ড তাই জানিয়ে দিয়েছে কোনও পরিবর্তন আসছে না ভারতের বিশ্বকাপ দলে।

আইপিএল চলার সময় বাম কাঁধে চোট পেয়ে ছিটকে যান কেদার। চেন্নাই সুপার কিংসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চার বাঁচাতে গিয়ে ব্যথা পেয়েছিলেন। মে মাসের প্রথম সপ্তাহে পাওয়া এই চোটে আইপিএলের বাকি ম্যাচগুলোয় আর খেলতে পারেননি। তার চোটে ভারতীয় ম্যানেজমেন্ট উদ্বিগ্ন হয়ে পড়লেও সুস্থ হওয়ার পেছনে পর্যাপ্ত সময় দিতে প্রস্তুত ছিলো।
বদলি কারও নাম ঘোষণা করতেও তড়িঘড়ি করতে রাজি ছিলো না। শেষ পর্যন্ত ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টের কাছ থেকে সুখবরই পেয়েছে বোর্ড। নির্বাচকদের সেই কথা জানিয়েও দিয়েছিলেন কয়েকদিন আগে। পরে নেটে কেদার যাদবকে কোনও ঝামেলা ছাড়া ব্যাটিং করতে দেখে আস্বস্ত হয়েছেন নির্বাচকরা। অবশ্য তার বিকল্প হিসেবে রিজার্ভ বেঞ্চের ওপর নির্ভর করছিলেন নির্বাচকরা। রিজার্ভে ছিলেন- ঋষভ পান্ত, আম্বাতি রাইডু, ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল ও নবদীপ সৈনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ