Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রসকে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

মেঝেতে খালি অবস্থায় পড়ে রয়েছে মিষ্টি ও দই। সেই মিষ্টিতে ভনভন করছে মাছি। পাশেই রাখা ঘি তৈরির ক্রিম। সেই ক্রিমে ফড়িং। একদিন পরের তারিখে তৈরি হচ্ছে দই। এমন নোংরা চিত্র রাজধানীর নামিদামি একটি মিষ্টান্ন প্রতিষ্ঠান রস-এর। গতকাল মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ির রস মিষ্টির কারখানায় বিশেষ অভিযানে এ অবস্থা স্বচক্ষে দেখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। এ অপরাধে ‘রস’ মিষ্টির কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় অভিযান চালিয়ে নকল প্লাস্টিক পণ্য তৈরির অপরাধে এম এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জারিমানা করেছে। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত¡াবধানে অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আরেফিন ও আফরোজা রহমান অভিযানটি পরিচালনা করেন। এদিকে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকার অপরাধে সিরাজ সুপার শপকে ১০ হাজার ও স্বপ্ন সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় সোহাগ গোশত বিতানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, নিউমার্কেট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের অপরাধে ভিনিসিয়াসকে ১৫ হাজার টাকা, হাবিবা ফাস্ট ফুডকে ১০ হাজার ও ফুড গার্ডেনকে ১৯ হাজার টাকা জরিমানাসহ ৭টি প্রতিষ্ঠানকে এক লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ