পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহীর বাঘার চকরাজাপুর খেয়াঘাটের পাশ থেকে গতকাল সকালে ভাসমান অবস্থায় পদ্মা নদী থেকে ছালেজান বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ছালেজান বেওয়া লালপুর উপজেলার মহরকয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের স্ত্রী।
পদ্মার চরের মধ্যে চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আয়ম বলেন, রোববার দুপুরে লালপুর মহরকয়া এলাকায় পদ্মায় গোসল করতে এসে আকষ্মিকভাবে নিখোঁজ হয় ছালেজান বেওয়া। তাকে অনেক খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।
পরের দিন লাশ মিললো বাঘার পদ্মায় ।
মৃত ছালেজান বেওয়ার ছেলে ইসলাম হোসেন বলেন, আমার মা রোববার দুপুরে বাড়ির পাশে পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তারপর বিভিন্নস্থানে খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি। অবশেষে লাশ পেলাম চকরাজাপুর খেয়াঘাটের পাশে। এ বিষয়ে বাঘা থানা অফিসার জানান, পদ্মা নদী থেকে ছালেজান বেওয়ার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় তার সন্তান ইসলাম হোসেনের কাছে লাশ হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।