Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ বছর পর গানে ফিরলেন সঙ্গীতশিল্পী পথিক নবী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৫ এএম

১৪ বছর পর নতুন গান গাইলেন ‘আমার একটি নদী ছিল’ খ্যাত সঙ্গীতশিল্পী পথিক নবী। গানটির শিরোনাম জোড়া শালিক। কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন মার্সেল। প্রযোজনা করেছে জি সিরিজ। গান থেকে এত দীর্ঘ সময় দূরে কেন? এমন প্রশ্নের জবাবে পথিক বলেন, কিছুটা অভিমান আর কিছুটা আত্মপোলব্ধির জন্যই দূরে সরে থাকা। এ সময়টাতেও গানের সঙ্গেই ছিলাম, তবে তা শুধুই নিজের জন্য। তবে পুরো বিষয়টা আসলে একার নয়। এ জগৎ একার বিষয় না। এখানে মিলেমিশে আন্তরিকতা প্রকাশ ঘটাতে হয়। এজন্য ফিরে আসা। এ উপলব্ধিটা ২০০৫ সালে ছিল না। তাই ঐ বছরের কোনও এক সন্ধ্যায় নিজেকে গান থেকে নীরবে সরিয়ে নেই। তখন মনে হয়েছিল, যেখানে মিলমিশ নেই, আন্তরিকতা নেই-সেখানে সুর-তালও থাকার কথা নয়। আমি আন্তরিকতা খুঁজেছি গানের কথা, সুরে, সংগীতে। এই খোঁজেই নতুন করে ফেরা। নতুন গানটি আন্তরিকভাবে গেয়েছি। উৎসাহ পেয়েছি। মন বলছে, আবারও গাইবো। ১৪ বছরের অনুপস্থিতি পুষিয়ে দেবো শ্রোতাদের। জোড়া শালিকের ভিডিও ভিডিও নির্মাণ করবেন বিকাশ সাহা। এর শূটিংয়ে অংশ নেবেন পথিক নিজেই। পথিক জানান, গত ১৪ বছরে প্রায় ৩শ গান লিখেছেন ও সুর করেছেন তিনি। এরমধ্যে রেকর্ডও করেছেন বেশ কিছু। এবার পর্যায়ক্রমে সেগুলোই প্রকাশের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২০০২ সালে ইত্যাদির মাধ্যমে পথিক নবী শ্রোতাদের মাঝে দারুণ সাড়া জাগান। তারপর একটানা ৩ বছরে প্রায় ৩৫টি অডিও অ্যালবাম প্রকাশিত হয় তার। এগুলোর বেশিরভাগই ছিল শ্রোতাপ্রিয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতশিল্পী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ