বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহরে পুরাতন বাজার এলাকার পাইকারী মুদি দোকান ও ফল ব্যবসায়ীসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য, অননুমোদিত নারিকেলের গুড়াসহ ভারতীয় পণ্য বিক্রি এবং নিষিদ্ধ টেস্টিং সল্ট বিক্রি ও সংরক্ষণের অপরাধে পুরাতন বাজার এলাকার হক স্টোরকে ৫ হাজার, পূজা স্টোরকে ৫ হাজার, তনু স্টোরকে ৭ হাজার এবং দোকানে মেয়াদোত্তীর্ণ জুস সংরক্ষেণের অপরাধে প্রদীপ কুন্ডু নামে এক ফল ব্যসায়ীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে এ সময় বাজারের ভেতরে বেশিরভাগ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। অপরদিকে কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অপরাধে আবুল কাশেম নামের এক ব্যাপারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন এবং কেমিক্যাল মিশ্রিত কাঁচা কলা ধ্বংস করেন। সে উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের মৃত মংলা প্রামানিকের ছেলে। এ সময় চাটমোহর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলাল ও থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদাণতকে সহযোগিতা করেন। আগামীতে এ অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।