Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

গোপালগঞ্জে মসজিদের দান বাক্সের ৫ টাকা নিয়ে বিরোধে প্রতিপক্ষ বাদল সরদার (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের ভোজেররগাতি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত বাদল সরদার ওই গ্রামের ফক্কু সরদারের ছেলে। তিনি ঢাকায় প্রইভেট কার চালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। গতকাল শনিবার সকালে পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বর নতুন সরদার জানান, আনুমানিক ১০/১৫ দিন আগে বাদল সরদার ঢাকা থেকে গ্রামে আসেন। গত ১০ মে গ্রামের মসজিদে জুম্মার নামাজ শেষে তিনি দানবক্সের উপর ৫ টাকা রাখেন। এ টাকা প্রতিবেশী ছবর সরদার নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ