Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২০ গতিতে অটোরিকশা চালিয়ে রেকর্ড

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১২ এএম

ঘণ্টায় ১১৯.৫৮৩ অর্থাৎ ১২০ কিলোমিটার গতিতে অটোরিকশা চালিয়ে বিশ্বরেকর্ড করেছেন ব্রিটিশ নাগরিক ম্যাট এভেরার্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারণ করে দেয়া ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চালানোর লক্ষ্য নিয়ে একটি অটোরিকশা নিয়ে ইয়র্ক শহরের কাছাকাছি এলভিংটন এয়ারফিল্ড থেকে যাত্রা শুরু করেন তিনি। এর মাধ্যমে ৪৬ বছর বয়সী এভেরার্ডের অটোরিকশাটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে দ্রুতগতির অটোরিকশার রেকর্ড করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, এভেরার্ড ২০১৭ সালে বল্টনের এক বিক্রেতার কাছ থেকে ই-কমার্স কোম্পানি ইবে’তে এই তিন চাকার ১৯৭১ ব্যাংকক ট্যাক্সি কেনেন। দক্ষিণপূর্ব ইংল্যান্ডের এসেক্স কাউন্টির বিলেরিকে শহরের এই বাসিন্দা ‘শহরে ঘোরাঘুরি করার জন্য’ অটোরিকশাটি কেনেন বলে জানিয়েছেন। দ্রুতগতিতে চালানোর জন্য একজন যাত্রী দরকার ছিল বলে তিনি অটোরিকশাটির পেছনে তার চাচাতো ভাই শেয়ারম্যানকে (৪৯) বসান। এভেরার্ড তার বিশ্বরেকর্ডের বিষয়ে বলেছেন, আমি যেন চাঁদের ওপরে আছি। আমি খুবই গর্ববোধ করছি। আমি ভেবেছিলাম এটা কঠিন হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোরিকশা

২৩ জানুয়ারি, ২০২২
৩ জানুয়ারি, ২০২২
২০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ