বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে শৃংখলা ফেরাতে ও দুর্ভোগ দূর করতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে চলাচলকারী অবৈধ অটোরিকশা অপসারণ অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার সকাল থেকে উপজেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুরসহ মহাসড়কের কয়েকটি স্থানে এ অভিযান চালানো হয়। গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেয় কালিয়াকৈর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশও। অভিযানের প্রথম দিনে মহাসড়কে অবৈধভাবে চলাচলরত শতাধিক অটোরিকশা জব্দ করা হয়।
পর্যায়ক্রমে মহাসড়কে চলাচলকারী এসব অটোরিকশা অপসারণ হলে দুর্ঘটনা ও যানজটের ভোগান্তি নিরসন হবে বলে দাবী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করতে আমরা অভিযানে নেমেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।