পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে রাস্তার পাশ থেকে গতকাল শুক্রবার গুরুতর অবস্থায় মোতালেব হোসেন নামে এক অটোরিকশা চালককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বত্তরা তাকে মারধর করে টাকা পয়সাসহ তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার এএসআই মো. হাফিজুর রহমান জানান, আলোকপাড় এলাকায় একটি রাস্তার পাশে জলাবদ্ধ জমিতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে। আহত ওই ব্যক্তি অভিযোগ করেছেন, দুর্বৃত্তরা তাকে মারপিট করে অটোরিকশা, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে।
আহতের ফুফাতো ভাই আসাদুল ইসলাম জানান, মোতালেবের বাড়ি লালমনিরহাট পাটগ্রাম উপজেলায়। বৃহস্পতিবার রাত একটার দিকে তার সঙ্গে মোতালেবের সর্বশেষ কথা হয়। তখন মোতালেব যাত্রী নিয়ে রিকশা চালাচ্ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।