গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কয়েকশত নেতাকর্মী মিছিলে অংশ নেয়।
বিক্ষোভ মিছিলের আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য টি এইচ আইয়ুব বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এই দেশের মানুষ বারবার জীবন দিয়েছে কিন্তু আজ দেশ থেকে গণতন্ত্র বিতাড়িত করে দেওয়া হয়েছে।’
গণতন্ত্রকে মুক্ত করতে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গণতন্ত্রকে মুক্ত করতে হলে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে গণতন্ত্রের মূর্তপ্রতিক বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।