Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যানেল আইতে ঈদুল ফিতরে ৭ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

চ্যানেল আইতে এবারের ঈদে ৭ দিনব্যাপি ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। প্রতিবারের মতো অনুষ্ঠানমালায় ৬দিনে ৭টি সিনেমার প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে চ্যানেলটি। এগুলো দেখানো হবে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত। ঈদের দিন দেখানো হবে ২টি সিনেমা। গীতালি হাসানের কাহিনী নিয়ে নির্মিত ‘আলোয় ভূবন ভরা’ দেখানো হবে ঈদের দিন দুপুর ১১:৩০ মিনিটে। এটি পরিচালনা করেছেন আমিরুল ইসলাম। এতে অভিনয় করেছেন সাইফ খান, মিষ্টি মারিয়া, আবদুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, মুকুল সিরাজ, কাঞ্চন প্রমুখ। ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি দেখানো হবে ঈদের দিন বিকেল ২:৩০ মিনিটে। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস প্রমুখ। ‘জান্নাত’ চলচ্চিত্র পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন, মিশা সওদাগর প্রমুখ। স¤প্রচারিত হবে ঈদের ২য় দিন সকাল ১০:১৫ মিনিটে। শহিদুল আলম সাচ্চু পরিচালনা করেছেন চলচ্চিত্র ‘ভালোবাসার উত্তাপ’। অভিনয়ে অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, ফারজানা চুমকি, ইমন, মিষ্টি মারিয়া, মুকুল সিরাজ, কাজী রাজু প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন সকাল ১০:১৫ মিনিটে।‘স্বামী হারা সুন্দরী’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাদের খান। এতে অভিনয় করেছেন ফেরদৌস, পপি, অমিত হাসান প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন সকাল ১০:১৫ মিনিটে। গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘নামতা’ সিনেমাটিতে অভিনয় করেছেন বিথী রানী সরকার, নাফিজা চৌধুরী, মোমেনা চৌধুরী, মম আলী, কাজী রাজু প্রমুখ। দেখানো হবে ঈদের ৫ম দিন সকাল ১০:১৫ মিনিটে। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০:১৫ মিনিটে দেখানো হবে সাফি উদ্দিন সাফির পরিচালনায় ‘ব্লাক মানি’। এতে অভিনয় করেছেন কেয়া, সায়মন, মৌসুমী হামিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল ফিতর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ