Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় জুনিয়র দাবা শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ৮:৪০ পিএম

একশ’ দাবাড়ুদের অংশগ্রহণে শুরু হয়েছে ওয়ালটন জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতা। এদের মধ্যে ৭০ জন বালক ও ৩০ জন বালিকা দাবাড়ু। এর আগে বুধবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দিন। ১৯৭৯ সাল থেকে জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবারের এই জাতীয় জুনিয়র (উন্মুক্ত ও মহিলা) দাবা প্রতিযোগিতায় ঢাকা শহর ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত দাবাড়ুরা অংশ নিচ্ছেন। এবারের প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। একটি উন্মুক্ত ও অপরটি মহিলা। উন্মুক্ত বিভাগে খেলা হবে ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। আর মহিলা বিভাগে খেলাও হবে ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। আজ টুর্নামেন্টের খেলা শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৯ জানুয়ারি, ২০২৩
১২ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ