Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোলামেলা পোশাক পরিহার করতে বলায় বিতর্কের মুখে যাজক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ৭:১২ পিএম

গির্জায় খোলামেলা পোশাক পরিহার করতে নারীদের উপদেশ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন মিসরের একজন কপ্টিক যাজক৷ তবে অনেকে সমালোচনামুখর হলেও কেউ কেউ তার পাশেও দাঁড়িয়েছেন।
গত ৩০ এপ্রিল অর্থোডক্স ইস্টারের ভাষণে ‘অশালীন’ পোশাকের জন্য খ্রিস্টান নারীদের কঠোর সমালোচনা করেন ফাদার দাউদ লামে নামের ওই যাজক৷ মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠের একটি গির্জার এই পার্দ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাউদ লামে-কে বলতে শোনা যায়, ‘খোলামেলা ও অশালীন পোশাকে বালিকা ও নারীরা কেন গীর্জায় আসবে? যে এটা করবে, সে শেষ বিচারের মুখোমুখি হবে৷’ তিনি আরো বলেন, ‘যে পুরুষ তার স্ত্রীকে এমন খোলামেলা পোশাকে বের হতে দেবে, তাকেও স্রষ্টার সামনে বিচারের মুখোমুখি হতে হবে৷’
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে বলছে, প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে অর্থোডক্স ইস্টার পালন করে থাকেন মিসরের প্রধান সংখ্যালঘু কপ্টিক খ্রিস্টানরা৷ ১০ কোটি জনসংখ্যার মুসলিম দেশটিতে তাদের সংখ্যা ১২ শতাংশ৷
প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে নারীদের পোশাক নিয়ে কৌতুকও করেন ওই পার্দ্রী৷ ‘অন্তত বড়দিনের সময় এমন তেজী পোশাক পরবেন না, কারণ, ওই সময়ে বেশ ঠাণ্ডা থাকে৷ আমরা চাই, সব সময়ই অমন ঠাণ্ডা থাকুক,’ বলেন তিনি৷
যাজকের এমন বক্তব্য নিয়ে গত এক সপ্তাহ ধরে মিসরের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বেশ বিতর্ক চলছে বলে উল্লেখ করা হয় বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে৷ অনেকে তার কঠোর সমালোচনা করছেন, আবার কেউ কেউ মনে করছেন- যাজক এমন উপদেশ দিতেই পারেন৷
সান্দ্রা আওয়াদ নামে ২২ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, ‘তিনি কেবল নারীদের নিন্দা করছেন... কিন্তু গির্জায় নারী-পুরুষ সবার জন্য যথাযথ ড্রেসকোড এবং আচরণ নিয়ে কোনো কথা বলছেন না৷’
তবে যাজকের বক্তব্যে সমর্থন জানিয়ে এক নারী ফেসবুকে লিখেছেন, পার্দ্রী ‘সবার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে কথা বলেছেন... যাতে সবাই জাগতে পারে এবং গীর্জার প্রতি সম্মান দেখায়৷’ তবে নিজের বক্তব্য এবং সমালোচনার বিষয়ে এএফপির প্রশ্নের কোনো জবাব দেননি দাউদ লামে৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাজক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ