মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শরণার্থীদের জন্য বরাদ্দকৃত ৩ মিলিয়ন ৮০ হাজার ডলার জুয়া খেলে উড়িয়ে দিয়েছেন কানাডার ওন্টারিওভিত্তিক এক ক্যাথলিক যাজক। কানাডায় নতুন আসা শরণার্থীদের আশ্রয় তৈরির জন্য এ তহবিল বরাদ্দ দেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ওন্টারিওর সেন্ট জোসেফ চালডিয়ান ক্যাথলিক চার্চের ফাদার আমের সাকার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। স্থানীয় পরিবারগুলো শরণার্থীদের জন্য প্রায় অর্ধ মিলিয়ন কানাডিয়ান ডলার (৩ মিলিয়ন ৮০ হাজার মার্কিন ডলার) উত্তোলন করে তার কাছে দিয়েছিল। গত মাসে ফাদার সাকা চার্চের বিশপ এমানুয়েল শালেটাকে ফোন করে তহবিল জুয়া খেলে উড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেন। এমানুয়েল বলেন, তিনি (সাকা) আমাকে ফোন দেন এবং বলেন অর্থগুলো খুইয়ে ফেলেছেন। আমি তখন জিজ্ঞেস করি কিভাবে? তখন তিনি বলেন, জুয়া খেলে। এরপর ফাদার সাকাকে নেশাগ্রস্তদের পুনবার্সন কেন্দ্রে পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তদন্ত চলছে। এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। বিশপ শালেটা আরও বলেন, আমরা মনে করি ফাদার সাকার জুয়া খেলা ভয়ানক সমস্যা রয়েছে। এ তহবিল জুয়া খেলায় ব্যবহার করা হয়ে থাকতে পারে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।