Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের বিরুদ্ধে এডেনে অপহৃত ভারতীয় যাজককে ক্রুশবিদ্ধ করার অভিযোগ

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটির যাজক টমাস উজুন্নাল্লিলকে ইসলামিক স্টেট বা আইএসের জিহাদিরা ক্রুশে চড়িয়েছে বলে অভিযোগ করেছেন ভিয়েনার আর্চবিশপ। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই খবরের সত্যতা যাচাই করেনি বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ৪ মার্চ দক্ষিণ ইয়েমেনের এডেনে মিশনারিজ অব চ্যারিটির এক বৃদ্ধাবাসে হামলা চালায় আইএস জিহাদিরা। তখনই ৫৬ বছরের এই যাজককে অপহরণ করা হয়েছিল। ওই হামলার পর পরই ইন্টারনেটে ওই যাজককে নিয়ে শুরু হয় কানাঘুষা।
আইএসের শরিক দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গিগোষ্ঠীর ফেসবুক পোস্টে প্রথম জানানো হয়, গুড ফ্রাইডের দিন ক্রুশবিদ্ধ করা হবে ভারতীয় যাজককে। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। প্রথমে এই নিয়ে কোনো কথাই বলেনি টমাসের পরিবার। তবে বেঙ্গালুরুর এক ক্যাথলিক যাজক ম্যাথু ভালারকোট বলেন, ৪ মার্চ থেকে টমাস নিখোঁজ। তিনি কোথায় আছেন তা নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাকে ক্রুশবিদ্ধ করার খবর ছড়িয়েছে ইন্টারনেটে। কিন্তু সেটাও কোনো সূত্রে নিশ্চিত করা যাচ্ছে না। ফলে, আমরা এই গুজব মানছি না। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কানাঘুষে ক্রমশ বাড়তে থাকায় গত শনিবার এই নিয়ে মুখ খোলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
তিনি বলেন, ফাদার টম উজুন্নাল্লিল নামে কেরলের নাগরিককে অপহরণ করেছে একটি জঙ্গিগোষ্ঠী। আমরা তাকে ছাড়ানোর সব চেষ্টা চালাচ্ছি। তারপর গত রোববার রাতে অস্ট্রিয়ার ইস্টার সমাবেশে ভিয়েনার আর্চবিশপ ঘোষণা করেন, গুড ফ্রাইডের দিন বেছে নিয়ে নির্মমভাবে টমাস উজুন্নাল্লিল নামে ওই যাজককে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে পশ্চিম এশিয়ার জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট। ডেইলি মেইল, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসের বিরুদ্ধে এডেনে অপহৃত ভারতীয় যাজককে ক্রুশবিদ্ধ করার অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ