বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়ারা এলাকায় ওয়াপদা বাঁধের ওপর বেসরকারি পাটকল শ্রমিক খলিল মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১২ মে) রাতে এই ঘটনা ঘটে। দিঘলিয়া থানার এসআই মো. ইমরান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রবিবার রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দেয়ারা বাঁধের ওপর খলিলকে কুপিয়ে আহত করে। এ সময় খলিল চোর চোর বলে চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে খলিলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. ইমরান আরও বলেন, ‘২ বছর আগে খলিল র্যাবের সোর্স হিসেবে কাজ করত। এরপর সে ওই কাজ ছেড়ে বেসরকারি লক্ষ্মণ জুট মিলে কাজ নেয়। গত সপ্তাহে খলিল গ্লোরি জুট মিলে যোগদান করেছিলেন।’
তিনি বলেন, ‘এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজন আটক নেই। পুলিশ এ হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনে তৎপর রয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।