বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। আজ (শনিবার) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্লুয়েস গেট এলাকায় স্থানীয়রা সাপটি ধরেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ফরিদ আহসান এটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অজগরটি পাহাড় থেকে নিচে নেমে আসে কিন্তু এটি আর ফিরে যেতে পারেনি। সকালে এলাকাবাসীরা সাপটিকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্যাগোডার কাছে বেধে রাখে। খোজ পেয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল অজগরটিকে উদ্ধার করে প্রাণীবিদ্যা ল্যাবে নিয়ে পরিচর্যা করেন।
প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফরিদ আহসান দৈনিক ইনকিলাবকে বলেন, অজগরটি রাতে হয়ত খাবারের সন্ধানে পাহাড় থেকে নিচে নেমে এসেছিল, পরে আর সে নিজের যায়গায় ফিরে যেতে পারেনি। অজগরটির গায়ে পোড়া পোড়া কিছু দাগ দেখা গেছে। পাহাড়ে আগুন দেওয়ার ফলে হয়ত এই ক্ষত হয়েছে। তবে আমরা ঔষধ লাগিয়ে দিয়েছি ক্ষত শুকিয়ে পুরোপুরি সুস্থ হলে এটিকে আমরা ছেড়ে দিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।