Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী-৩ আসনের সাবেক এমপি এবিএম তালেব আলীর ইন্তেকাল

ফেনী জেলা সংবাদদাদতা | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:৪৩ পিএম

ফেনী-৩ (সোনাগাজী) আসন থেকে তিনবারের নির্বাচিত এমপি (১৯৭০,১৯৭৩ ও ১৯৭৯),ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক এবিএম তালেব আলী আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফেনীস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে এবং বাদ আছর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সংলগ্ন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপাল গাঁও গ্রামের মরহুম মাওলানা সাদাত আলীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ