Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১১:২০ এএম

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।


শুক্রবার (৩ মে) সকাল ৬টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক মিন্টু (৩৫) ও অটোরিকশার যাত্রী আফতাব হোসেন (৪০)। নিহতের বাড়ি ঢেলাপীর উত্তরা আবাসনে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী অভিমুখে যাত্রীবাহী বাসটি ওয়াপদা গেটের সামনে পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোচালক মিন্টু নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন দুই যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আফতাব হোসেন নামে ওই অটোরিকশার এক যাত্রী মারা যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না-তদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোরিকশা

২৩ জানুয়ারি, ২০২২
২০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ