গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বাড্ডায় চালককে অজ্ঞান করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চালককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের নাম জুরান আলী। গত শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
বাড্ডা থানার এএসআই জুয়েল জানান, শনিবার রাতেই আফতাবনগর এলাকা থেকে চালককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রেফার করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা সবই খোয়া গেছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসার উদ্দিনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।