Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘায়িত হতে পারে বিএনপি নেতা সালাহউদ্দিনের প্রবাস জীবন

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১:৩৬ এএম

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলার রায়ের দীর্ঘ ৫ মাস পর ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ভারতের রাষ্ট্রপক্ষ। বাংলাদেশের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বেকসুর খালাসের বিরুদ্ধে ভারতের শিলং জেলা ও দায়রা জজ আদালতে এই আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
সালাহউদ্দিন আহমদের ঘনিষ্ঠ সূত্র জানান, গত ২৭ এপ্রিল তার রায়ের বিরুদ্ধে আদালতের নোটিশ পেয়ে ১ মে বুধবার তিনি আদালতে হাজির হন। অথচ এর আগ পর্যন্ত তার কৌসুলি বা রাষ্ট্রপক্ষের কৌসুলি কেউ তাকে বিষয়টি অবহিত করেননি। অথচ তিনি নিম্ন আদালত থেকে বেকসুর খালসের পর থেকে দীর্ঘ ৫ মাস ধরে ছাড়পত্রের অপেক্ষায় শিলং শহরে অবস্থান করছিলেন।
তিনি আরো বলেন, আপিলের বিষয়ে অবহিত করা হলে আপিল মামলাটি শিলং জেলা ও দায়রা জজ আদালতে দায়েরের গ্রহণযোগ্যতা নিয়ে উভয়পক্ষের শুনানি হতে পারত। এতে করে মনে হচ্ছে বহুমুখী ষড়যন্ত্রের কবলে পড়ে প্রবাস জীবন দীর্ঘায়িত হতে পারে।
২০১৮ সালের ২৬ অক্টোবর ভারতের মেঘালয় রাজ্যের শিলং নর্থ ইষ্ট খাসিয়া হিল জজ আদালত এক রায়ে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বেকসুর খালাস দেন। ওই আদালতের বিচারক ডিজি খারশিং ২০১৮ সালের ১৩ আগষ্ট শুনানী শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষায় রেখেছিলেন। সালাহউদ্দিন আহমদের আইনজীবী এসপি মোহন্ত ও সহকারী আইনজীবী অনিল কুমার জানান, ৫ বার তারিখ পেছানোর পর ২০১৮ সালের ২৬ অক্টোবর চ‚ড়ান্ত রায় দেয়া হয়। রায়ে তাকে দ্রুত দেশের পাঠানোরও নির্দেশ দেয়া হয়। এরপর থেকেই তিনি ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ৩ মে, ২০১৯, ৩:০৯ এএম says : 0
    ভারত হচ্ছে বরতমানে একটি জঘন্য অন্যায়কারীর কবলের দেশ। যেখানে যুদ্ধঅপরাধীকে পাকিস্থান ছেরে দেয়, সেখানে ভারতে নিয়ে যাওয়া বাংলাদেশের একজন গরবিত সন্তানকে হেনেস্তা করিতেছে ভারত। কি যে ক্ষমতা লুভী জাতীয় বেঈমান ভারতের দালাল জাহীল বংলাদেশের ক্ষমতা দখলে। ত্ব না হইলে ভারত চুরের বীরুদ্বে যুদ্ধ ঘোষণা হইতো। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ