Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক সন্ত্রাসবাদের কাছে মাথানত করব না : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৫ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, অর্থনৈতিক সন্ত্রাসবাদের কাছে তারা মাথানত করবেন না। রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেন। এরদোগান আরো বলেন, তুরস্কের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। রাজনৈতিক আক্রমণ, অভ্যন্তরীণ গন্ডগোল ও বাইরের চাপ তুরস্ককে লক্ষচ্যুত করতে পারবে না। তুরস্কে সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনে বিরোধীদের সাথে ক্ষমতাসীন দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আঙ্কারা, ইস্তাম্বুল ও ইজমিরের মতো বড় শহরে বিরোধীরা বিজয়ী হয়েছে। এটাই প্রমাণ করে তুরস্কে আইনের শাসন রয়েছে। এরদোগান বলেন, ‘বিদেশী শক্তির অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয় বাঁচব, নইলে মরব। কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। আমাদের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের সাথে আমরা লড়াই করব।’ এরদোগান আরো বলেন, ‘যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছি তা থেকে আমরা একথা বুঝেছি যে, বৃহৎ ও শক্তিশালী তুরস্ক গড়তে গেলে আমাদের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত হবে না। আমাদের সামনে আবারো চ্যালেঞ্জ এসেছে- হয় আমরা বাঁচব না হয় মরব; অন্য কোনো পথ নেই।’ এরদোগান বলেন, ২০১৩ সালে তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভের পর থেকে তুর্কি অর্থনীতি বিদেশী শক্তিগুলোর হামলার শিকার হয়ে আসছে। তবে অর্থনীতি ও নিরাপত্তা আগামী দিনগুলোতে বিশেষ গুরুত্ব দেয়া হবে। আনাদোলু।



 

Show all comments
  • মোহাম্মদ আনিসুর রহমান ৩ মে, ২০১৯, ৮:২৮ এএম says : 0
    এরদোগান মুসলিম জাতির জন্য একজন শ্রেষ্ঠ নেতা মুসলিম জাতির উচিত এরদোগান কে অনুসরণ করা গোটা বিশ্বে মুসলিম জাতিকে বাঁচানোর জন্য সকল মুসলিম এরদোগানের সাথে মিলিত হও এক হও
    Total Reply(0) Reply
  • Omao faruk ৪ মে, ২০১৯, ১২:১৩ পিএম says : 0
    আমি মনে করি এরদোয়ানের মত দেশ পরিচালনা করা দরকার মুসলমানের এক হওয়ার দরকার । স্যালুট এরদোয়ান রব তোমাকে তোমার জাতি কে এগিয়ে নেবে ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ