বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে অবৈধ ড্রেজিং নিষেধ করায় ভূমি কর্মকর্তাসহ তিনজনকে মারধরের ঘটনায় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় আহত ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বাসাইল থানায় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ তথ্যটি নিশ্চিত করেছেন।অভিযোগের বিবরনে জানা যায়, সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন, অফিস সহকারী আলমগীর হোসেন ও উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী আবু মাসুদ খান কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঝিনাই নদীর দাপনাজোর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য নিষেধ করেন। এসময় বালু ব্যবসায়ী ওই এলাকার জাকির, আনোয়ার, আব্দুল মান্নান, আসাদসহ একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে তাদের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইমান আলী (৬০)কে এক বছর ও আরমান আলী জাকির (৬৪)কে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বলেন, ‘ঝিনাই নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ তিনজনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বালু উত্তোলন নিষেধ করলে অবৈধ বালু ব্যবসায়ী দুর্বৃত্তরা তাদের তিনজনকে পিটিয়ে আহত করে।তিনি আরও বলেন, ‘সরকারী কর্মচারীদের সরকারীকাজে বাধা প্রদান ও শারিরীকভাবে লাঞ্চিত করার অপরাধে ইউএনও স্যারের নির্দেশে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।