Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজবাড়ীতে হিন্দু পরিবার সদস্যদের বেঁধে রেখে দুর্ষর্ধ ডাকাতি

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১:৫৮ পিএম

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রাম এলাকায় ১০ সদস্যকে বেঁধে রেখে এক হিন্দু বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, কয়েকটি স্মার্ট ফোন, সোনার গহনা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু ও খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ঘটনা স্থল পরিদর্শন করেন।

জানা গেছে, সোমবার দিবাগত আনুমানিক ১/২ টার দিকে হিন্দু পরিবারের সদস্য গৌতম শিকদার গরুর ঘর দেখার জন্য বের হয়। এসময় রাতের আধারে ৮/১০ জন ডাকাতরা গৌতমকে অস্ত্রের মুখে জিম্বি করে ঘরে নিয়ে যায়। ডাকাতরা ঘরে ঢুকে ঘুমন্ত সবাইকে কাপড় দিয়ে হাত-পা বেধে লুটপাত কার্য চালাতে থাকে।

ডাকাতিরা ঘটনায় ক্ষতিগ্রস্থ ঝন্টু শিকদার, দূর্জয় শিকদার, গৌতম শিকদার, রমেন শিকদার জানান, পরিবারে ৩ ভাইয়ের স্ত্রীর ব্যবহৃত স্বর্ণালাঙ্কার, স্মার্ট মোবাইল ফোন ও পেয়াজ বিক্রি করা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনা রাজবাড়ী সদর থানা বা সদর থানার আওতাধীন খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হিন্দু পরিবার লিখিত অভিযোগ দায়ের করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ